হোম > চাকরি > ব্যাংক

পূবালী ব্যাংকে ১৫০ পদে বড় নিয়োগ

চাকরি ডেস্ক 

পূবালী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ১টি শূন্য পদে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার, ১৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এর মধ্যে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। বর্তমানে ব্যাংকে অফিসার এবং সমমানের পদে কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা

পোশাক রপ্তানিতে ন্যূনতম ১ বছরের (ব্যাকওয়ার্ড এবং ফরোয়ার্ড লিংকেজ) অভিজ্ঞতা থাকতে হবে। তবে সিডিসিএস, সিএসডিজি, সিইটিএস, এআইবিবি অগ্রাধিকার পাবে। প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ডেটা বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন

বৈদেশিক বাণিজ্য (আমদানি বা রপ্তানি বা রেমিট্যান্স) ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা। রপ্তানি ঋণপত্র যাচাইকরণ এবং এন্টাইটেলমেন্ট অনুসারে পরপর দুটি ঋণপত্র খোলা। রপ্তানি ও আমদানি বিলসম্পর্কিত সব লেনদেনের সঙ্গে-সম্পর্কিত সব ভাউচার প্রস্তুত ও পরীক্ষা করা।

বয়সসীমা

৩৫ বছরের বেশি নয়। বয়স-সংক্রান্ত কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না।

নিয়োগের স্থান

বাংলাদেশের যেকোনো স্থানে চাকরি করতে হবে।

বেতন: নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের নিয়ম অনুসারে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। সিনিয়র অফিসার পদে নিয়মিত স্কেল প্রদান করা হবে। এক বছরের অস্থায়ী মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে চাকরিতে স্থায়ী করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

ম্যানেজার পদে কর্মী নেবে শাহজালাল ব্যাংক, নেই বয়সসীমা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের ফল প্রকাশ

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি প্রকাশ

অফিসার পদে এনআরবিসি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

অগ্রণী ব্যাংক চাকরির সুযোগ, ৫৫ বছরেও করা যাবে আবেদন

কর্মী নেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আবেদন শেষ ২৫ নভেম্বর