হোম > ইসলাম

শীতকে কেন গনিমত বলা হয়েছে

তাহমিনা আক্তার

ছবি: সংগৃহীত

হেমন্তের শিশিরস্নাত সকাল কিংবা বিকেলের ঝিরঝিরে বাতাস শুধু শীতের আগমনী বার্তাই দেয় না, মুমিনদের জন্য নিয়ে আসে অফুরন্ত রহমত। মুমিনদের জন্য রমজান মাসের পর ইবাদতের উত্তম মৌসুম শীতের দিনগুলো। রাসুল (সা.) বলেন, ‘শীতকাল হলো মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমাদ)

খলিফা ওমর (রা.) বলেছেন, ‘শীত মুমিনের গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ)।’ রাসুল (সা.) হাদিসে বলেছেন, ‘শীতের গনিমত হলো দিনে রোজা রাখা।’ (সুনানে তিরমিজি)। শীত এমন গনিমত, যা কোনো রক্তপাত, ক্ষয়ক্ষতি বা পরিশ্রম ছাড়াই অর্জন করা যায়।

অন্য হাদিসে এসেছে, ‘শীতের রাতগুলো বড় হওয়ায় দীর্ঘ সময় নামাজে কাটানো যায়। আর দিন ছোট হওয়ায় বেশি বেশি নফল রোজা রাখা যায়।’ (বায়হাকি) শীতকাল নফল রোজা পালনের সুবর্ণকাল। সাপ্তাহিক ও মাসিক নফল রোজাগুলো এ সময় রাখতে পারি। কাজা রোজা থাকলে তা আদায়ের জন্য শীতকাল অধিক উপযোগী।

সাহাবায়ে কেরাম শীতের জন্য অপেক্ষা করতেন। শীত এলে খুশি হতেন। প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলতেন, ‘হে প্রিয় শীত, তোমাকে স্বাগত। কেননা সে (শীত) বরকত বয়ে আনে। রাতগুলো দীর্ঘ হয় বলে কিয়ামুল লাইল সহজ হয় এবং দিন ছোট হয় বলে রোজা রাখা সহজ।’ (আল মাকাসিদুল হাসানা, হাদিস: ২৫০)

মুমিনের বসন্ত শীত আসছে। আমাদের প্রস্তুতি নিতে হবে ইবাদতের জন্য, মানবসেবার জন্য। শীতের রাতগুলোতে আমরা চাইলেই পর্যাপ্ত ঘুমিয়ে নিয়ে রাতের শেষ প্রহরের কিছুটা সময় আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বরাদ্দ রাখতে পারি, কিয়ামুল লাইল আদায়ের চেষ্টা করতে পারি। তাহাজ্জুদের মাধ্যমে রবের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারি। এরপর সাহ্‌রি খেয়ে নফল রোজা আদায় করতে পারি।

তাহমিনা আক্তার, শিক্ষার্থী, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?

মুক্তিযুদ্ধে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস

ইসলামের দৃষ্টিতে স্বাধীনতাসংগ্রাম