হোম > ইসলাম

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

আবরার নাঈম 

ফাইল ছবি

পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ ভালোবাসেন। এমন মানুষের প্রশংসা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘সেখানে এমন ব্যক্তিরা আছে, যারা উত্তম রূপে পাক-পবিত্র হওয়াকে ভালোবাসে। আর যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ (সুরা তওবা: ১০৮) আর কিছু মানুষ রয়েছে, যারা নোংরা ও অপরিচ্ছন্ন থাকে, পাক-নাপাকির তোয়াক্কা করে না। শরীর কিংবা কাপড়ে প্রস্রাবের ছিটেফোঁটা লাগলে তা পরিষ্কার করার প্রয়োজন বোধ করে না। বিশেষ করে যারা গবাদিপশু চরায়, তাদের জন্য এ ক্ষেত্রে সতর্কতা অতীব জরুরি। কারণ, প্রস্রাবের ছিটেফোঁটা থেকে উদাসীনতাই অধিকাংশ কবরের আজাবের কারণ হয়।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা প্রস্রাব থেকে পবিত্র থাকো। কেননা প্রস্রাবের কারণেই অধিকাংশ কবরের আজাব হয়ে থাকে।’ (সহিহ তারগিব ওয়াত তারহিব: ১৫৯)

ইসলামে জঘন্য এক অপরাধের নাম পরনিন্দা। মানুষের পরস্পরের মধ্যে ঝগড়াবিবাদ সৃষ্টির লক্ষ্যে একজনের কথা অন্যজনকে বলে দেওয়াকে ইসলামে চোগলখুরি বা পরনিন্দা বলা হয়। এ পাপের কারণেও কবরে শাস্তি হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, ‘এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে। খুব বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না; বরং তা বড় পাপই তো। তাদের একজন চোগলখুরি বা পরচর্চায় ব্যস্ত থাকত। অন্যজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না।’ (সহিহ তারগিব ওয়াত তারহিব: ১৫৭)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

আজকের নামাজের সময়সূচি: ০১ জানুয়ারি ২০২৬

থার্টি ফার্স্ট নাইট: উল্লাস নয়, তওবাই হোক নতুন বছরের অঙ্গীকার

জানাজায় নারীদের অংশগ্রহণ বিষয়ে ইসলাম যা বলে

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

লাশ দেখে যে দোয়া পড়বেন

রজব মাসে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

প্রিয়জনের মৃত্যুতে শোক পালনে ইসলামের নির্দেশনা

ইসলাম ও মুসলমানদের স্বার্থরক্ষায় খালেদা জিয়ার অনন্য কিছু উদ্যোগ