হোম > ইসলাম

নাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষেধ

আবরার নাঈম 

নাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।

হজরত সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘প্রতিটি শিশু তার আকিকার বিনিময়ে বন্ধক থাকে। তার জন্মের সপ্তম দিনে আকিকা করতে হয়, মাথার চুল ফেলতে হয় এবং নাম রাখতে হয়।’ (আবু দাউদ: ২৮৩৮)। নাম রাখার ক্ষেত্রে আবশ্যক হলো, সুন্দর এবং অর্থবহ নাম রাখা। মানুষ হাসাহাসি করে এমন উদ্ভট ও আজগুবি নাম না রাখা কর্তব্য। সমবয়সী, সহপাঠী কিংবা বন্ধুদের মাঝে নাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপটা বেশি হয়। একে অন্যকে মজার ছলে ব্যঙ্গাত্মক নামে ডাকে। একে অন্যকে উপহাস করে। এসব থেকে বিরত থাকা উচিত।

মন্দ নামে ডাকা ইসলামে নিষেধ। কাউকে অসুন্দর নাম দেওয়া বা হাসি-ঠাট্টা করে ব্যঙ্গাত্মক নাম দেওয়াও অনুচিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদারগণ, কোনো মুমিন সম্প্রদায় যেন অন্য কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে; কেননা যাদের উপহাস করা হচ্ছে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে; কেননা যাদের উপহাস করা হচ্ছে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ কোরো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না; ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। আর যারা তওবা করে না, তারাই তো জালিম।’ (সুরা হুজুরাত: ১১)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব

দোয়া কবুলের অন্যতম মাধ্যম দরুদ পাঠ