হোম > ইসলাম

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

ইসলাম ডেস্ক 

একজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ্রহে রমজানের অপেক্ষা করতেন। রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করতেন। আর এখন চলছে পবিত্র রজব মাস। তাই এখনই সময় রমজানের আগাম প্রস্তুতি সেরে নেওয়ার।

মূলত রোজার কারণে রমজানে মুমিনের জীবনাচারে পরিবর্তন আসে। রমজানে দিনে রোজা এবং রাতে তারাবিহ ও তাহাজ্জুদের মাধ্যমে ইবাদতের কথা এসেছে। এ ছাড়া অন্যান্য ইবাদতের মাত্রাও বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাই রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকেই ইবাদত ও ভালো কাজের অনুশীলন শুরু করা বুদ্ধিমানের কাজ। যাতে রমজানে কোনো ধরনের বাধা ছাড়াই সফলভাবে ইবাদত সম্পন্ন করা যায়। রমজানের আগাম প্রস্তুতি হিসেবে আলেমগণ বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়ে থাকেন। যেমন—

  • গুনাহ কমানোর চেষ্টা।
  • সময়ের অপচয় রোধ।
  • বেশি বেশি নেক আমল করা।
  • কাজা রোজা আদায় করে নেওয়া।
  • নফল রোজা পালনে জোর দেওয়া।
  • রমজানের জন্য বিশেষ রুটিন করা।
  • কোরআন তিলাওয়াত ও অর্থ বোঝার বন্দোবস্ত করা।
  • তাহাজ্জুদের অভ্যাস গড়া।
  • দান-সদকা বাড়িয়ে দেওয়া।
  • রমজানের প্রয়োজনীয় মাসআলা জেনে নেওয়া।
  • সম্ভব হলে রমজান মাসটি ইবাদতে উৎসর্গ করা।
  • তা সম্ভব না হলে রমজানে পার্থিব কাজের চাপ কমিয়ে নেওয়া।
  • আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হওয়া।
  • বেশি বেশি রজব মাসের দোয়া পড়া।

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?

মুক্তিযুদ্ধে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস