হোম > ইসলাম

রসিকতা করে মিথ্যা বলা যাবে কি

মাওলানা ইশমাম আহমেদ

ইসলামে মিথ্যা বলা কঠিন গুনাহের কাজ। তা স্বাভাবিক অবস্থায় যেমন জায়েজ নেই, তেমনি রসিকতা বা ঠাট্টা-মশকরার সময়ও জায়েজ নেই। তবে সত্য কথা বলে রসিকতা করতে ইসলামের পক্ষ থেকে নিষেধ নেই।

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার সাহাবায়ে কেরাম বললেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি তো আমাদের সঙ্গে রসিকতা করেন।’ তিনি বললেন, ‘আমি সত্য ছাড়া ভিন্ন কিছু বলি না।’ (তিরমিজি: ১৯৯০)

অন্য হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমি রসিকতা করি ঠিক, তবে সত্য ছাড়া কখনো মিথ্যা বলি না।’ (তাবরানি: ১২ / ৩৯১)

এক হাদিসে আবদুর রহমান ইবনে আবি লায়লা (রহ.) বলেন, সাহাবিরা রাসুল (সা.)-এর সঙ্গে কোনো সফরে ছিলেন। তখন তাঁদের একজন ঘুমিয়ে পড়লে অন্য কেউ তাঁর তির নিয়ে নেন। পরে লোকটি ঘুম থেকে জাগলে ভয় পান। এ দৃশ্য দেখে সবাই হেসে ওঠেন। তখন রাসুল (সা.) বললেন, ‘তোমরা হাসলে কেন?’ তাঁরা বললেন, ‘কিছু হয়নি। তবে আমি তার তিরটি নিয়েছিলাম আর এতেই সে ঘাবড়ে গেছে।’ রাসুল (সা.) বললেন, ‘কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।’ (আবু দাউদ: ৫০০৪)

অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা অন্য কারও আসবাবপত্র ইচ্ছায় বা রসিকতা করে ব্যবহার করবে না। কেউ কারও কিছু ব্যবহার করে থাকলে, তার উচিত তাকে তা ফেরত দেওয়া।’ (আবু দাউদ: ৫০০৩, তিরমিজি: ২১৬০) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

 

গাজায় ৫০০ কোরআনের হাফেজকে রাজকীয় সংবর্ধনা

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

আকাশপথে মুসলিম যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ ব্যবস্থা

শীতের টুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

আজকের নামাজের সময়সূচি: ২৮ ডিসেম্বর ২০২৫

আজকের নামাজের সময়সূচি: ২৭ ডিসেম্বর ২০২৫

শীতকালে অজুতে প্রয়োজন বাড়তি সতর্কতা

আজ পবিত্র মক্কা-মদিনায় জুমা পড়াবেন যাঁরা

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই

নতুন বছরে মুমিনের আত্মসমালোচনা