হোম > ইসলাম

চলার পথ পরিষ্কার রাখার সওয়াব

ড. এ এন এম মাসউদুর রহমান

পারস্পরিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে রাস্তার অবদান অপরিসীম। যে জাতির রাস্তাঘাট তথা যাতায়াতব্যবস্থা যত উন্নত, সে জাতি অর্থনৈতিকভাবে তত সচ্ছল। রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অথবা পথিককে কষ্টদানকারী বস্তু সরিয়ে ফেলা মহৎ কাজ। এর ফজিলত অনেক বেশি। মহানবী (সা.) বলেন, ‘ইমানের সত্তরের বেশি শাখা আছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ইমানের অন্যতম শাখা।’ (মুসলিম)

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা গুনাহ মাফের কারণ। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করে তার গোনাহ ক্ষমা করে দিলেন।’ (বুখারি)

আল্লাহ যার গুনাহ ক্ষমা করে দেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেনি, শুধু একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়েছিল। হয়তো ডালটি গাছেই ছিল, কেউ তা কেটে ফেলে রেখেছিল অথবা রাস্তায় পড়ে ছিল। সে তা সরিয়ে ফেলেছিল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।’ (আবু দাউদ)

মহানবী (সা.) আরও বলেন, ‘আমি এক ব্যক্তিকে দেখলাম জান্নাতে একটি গাছের নিচে স্বচ্ছন্দে হাঁটছে। সে এমন একটি গাছ রাস্তার মধ্য থেকে কেটে সরিয়ে দিয়েছিল, যা মানুষকে কষ্ট দিত।’ (মুসলিম)।

ইসলামের বিজয়যাত্রায় নারীদের নীরব বীরত্ব

ফরজ গোসলে যেসব বিষয়ে সতর্কতা প্রয়োজন

উসমানীয় স্থাপত্যের বিস্ময় তুরস্কের দুই ঐতিহাসিক মসজিদ

আজকের নামাজের সময়সূচি: ০২ জানুয়ারি ২০২৬

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

মুমিনের ভাবনায় নতুন বছর

আজকের নামাজের সময়সূচি: ০১ জানুয়ারি ২০২৬

জানাজায় নারীদের অংশগ্রহণ বিষয়ে ইসলাম যা বলে

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

লাশ দেখে যে দোয়া পড়বেন