হোম > ইসলাম

ফেসবুকে ভুয়া আইডি খোলা যাবে?

সানা উল্লাহ মুহাম্মাদ কাউসার

প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।

ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
»  মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়। 
»  সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়। 
»  দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়। 
»  ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়। 
»  গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। 
»  ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।

এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।

তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

গাজায় ৫০০ কোরআনের হাফেজকে রাজকীয় সংবর্ধনা

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

আকাশপথে মুসলিম যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ ব্যবস্থা

শীতের টুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

আজকের নামাজের সময়সূচি: ২৮ ডিসেম্বর ২০২৫

আজকের নামাজের সময়সূচি: ২৭ ডিসেম্বর ২০২৫

শীতকালে অজুতে প্রয়োজন বাড়তি সতর্কতা

আজ পবিত্র মক্কা-মদিনায় জুমা পড়াবেন যাঁরা

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই

নতুন বছরে মুমিনের আত্মসমালোচনা