হোম > ইসলাম

সহনশীলতার প্রতিদান জান্নাত

ড. এ. এন. এম. মাসউদুর রহমান

সহনশীলতা একটি মহৎ গুণ। সহনশীলতা অর্থ সহ্য করার ক্ষমতা। প্রতিকূল অবস্থায় আবেগ-উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করা এবং শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরাই সহনশীলতা। প্রত্যেক নবী-রাসুলই সহনশীল ও ক্ষমাশীল ছিলেন। মহান আল্লাহ বিভিন্ন পরীক্ষায় ফেলে তাঁদের সহনশীল ও ধৈর্যশীল করে তুলেছেন।

সহনশীলতা এক অনুপম আদর্শ। মানবজীবনে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সার্বিক উন্নতির জন্য সহনশীলতা খুবই প্রয়োজন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মানুষ যখন জুলমের প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।’ মহানবী (সা.) বলেন, ‘প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (মুসলিম)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সহনশীলতা অবলম্বন করো। আল্লাহ সহনশীলদের সঙ্গেই থাকেন।’ (সুরা আনফাল: ৪৬)।

ইমাম গাজালি (রহ.) বলেন, ‘ইমানের পর বিবেকের দাবি হলো, মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, প্রত্যেক সৎ ও অসৎ লোকের প্রতি অনুগ্রহ করা, সবার সঙ্গে হাসি-খুশি থাকা এবং নম্রভাবে কথা বলা।’

মহানবী (সা.) সাহাবিদের প্রশ্ন করলেন, ‘তোমরা কি জানো, জাহান্নাম কার জন্য হারাম?’ তারা বললেন, ‘আল্লাহ ও রাসুলই ভালো জানেন।’ তিনি বললেন, ‘তার জন্য জাহান্নাম হারাম, যিনি ভদ্র ও নম্র আচরণ করেন।’

সহনশীলতার পুরস্কার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘কেবল সহনশীলদেরই তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়া পূর্ণরূপে দেওয়া হবে।’ (সুরা যুমার: ১০) 
মহানবী (সা.) বলেন, ‘সহনশীলতার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।’ 

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজকের নামাজের সময়সূচি: ২৯ ডিসেম্বর ২০২৫

গাজায় ৫০০ কোরআনের হাফেজকে রাজকীয় সংবর্ধনা

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

আকাশপথে মুসলিম যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ ব্যবস্থা

শীতের টুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

আজকের নামাজের সময়সূচি: ২৮ ডিসেম্বর ২০২৫

আজকের নামাজের সময়সূচি: ২৭ ডিসেম্বর ২০২৫

শীতকালে অজুতে প্রয়োজন বাড়তি সতর্কতা

আজ পবিত্র মক্কা-মদিনায় জুমা পড়াবেন যাঁরা

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই