হোম > ইসলাম

নামাজে পূর্ণ একাগ্রতা জরুরি

আবরার নাঈম

নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ এটি। হাদিসে এসেছে, ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, ‘ইসলামের স্তম্ভ পাঁচটি। এক. আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল—এ কথার সাক্ষ্য দেওয়া। দুই. নামাজ কায়েম করা। তিন. জাকাত আদায় করা। চার. হজ সম্পাদন করা এবং পাঁচ. রমজানের রোজা পালন করা।’ (বুখারি: ৮)

আমরা নামাজ আদায় করি, তবে চরম অবহেলা আর উদাসীনতার সঙ্গে। নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খায়। আগে মনে ছিল না এমন অনেক বিষয়ও নামাজে মনে পড়ে। কখনো সুরা-কিরাতে কখনো রাকাতসংখ্যায় ভুল করে ফেলি। কখনো সেই উদাসীনতা এমন পর্যায়ে চলে যায় যে, কত রাকাত পড়েছি আর কত রাকাত বাকি—তাও ভুলে যাই।

নামাজে কার সামনে দাঁড়িয়েছি, কীই-বা উদ্দেশ্য নামাজের—সেসব ভুলে যাই বেমালুম। মন চাইলে নামাজ পড়ি, না চাইলে পড়ি না। শেষ সময়ে গিয়ে একেবারে অল্প সময়ে মাটিতে মাথা ঠুকে চলে আসি। এমন উদাসীন ও গাফেল নামাজ আদায়কারীর জন্য পবিত্র কোরআনে রয়েছে কঠিন হুঁশিয়ারি। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন: ৪-৫)

একাগ্রতা ও পূর্ণ মনোযোগ সহকারে নামাজ আদায়কারী ব্যক্তিকে সফল বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে তিনি এরশাদ করেন, ‘নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা নিজেদের নামাজে বিনয়াবনত।’ (মু’মিনুন-১-২)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?

মুক্তিযুদ্ধে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস

ইসলামের দৃষ্টিতে স্বাধীনতাসংগ্রাম