হোম > ইসলাম

ইসলামে শহীদের অনন্য মর্যাদা

ড. এ এন এম মাসউদুর রহমান

প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেসব মৃত্যু আল্লাহর কাছে খুবই প্রিয়, এর মধ্যে শহীদি মৃত্যু একটি। ‘শহীদ’ অর্থ সাক্ষী, প্রত্যক্ষকারী। শহীদগণ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত প্রত্যক্ষ করে। ইসলামের পরিভাষায় যারা আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় নিহত হয়, তারাই শহীদ। তাদের কখনো মৃত বলা যাবে না। এরশাদ হচ্ছে, ‘যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বোলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। (সুরা বাকারা: ১৫৪)। তবে যারা দুনিয়ার স্বার্থে ও লোভে পড়ে নিহত হয়, তারা শহীদ বলে পরিগণিত হবে না।

শহীদদের মর্যাদা অপরিসীম। তারা আল্লাহর কাছে খুবই সম্মানিত ও রিজিকপ্রাপ্ত হয়। এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে, ‘আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদের তুমি মৃত মনে কোরো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত। তাদের রিজিক দেওয়া হয়।’ (সুরা আলে ইমরান: ১৬৯)

মহানবী (সা.) বলেন, কোনো ব্যক্তিই জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরতে চাইবে না। যদি সে দুনিয়ার সকল কিছু পায়, তবু না। কিন্তু শহীদদের কথা আলাদা। সে চাইবে তাকে দুনিয়ায় ফিরে আনা হোক এবং ১০ বার তাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক। কারণ সে তার মর্যাদা দেখতে পাবে। (বুখারি)

শহীদের মর্যাদা সম্পর্কে আরও বর্ণিত আছে, শহীদের প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয় এবং সে জান্নাত প্রত্যক্ষ করে, তার কবর আজাব মাফ করা হয়, কিয়ামতের ভয়াবহতা থেকে সে নিরাপদ থাকবে, তাকে ইমানের এক জোড়া অলংকার পরানো হবে, ৭০ জন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করতে পারবে।

লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬