হোম > ইসলাম

রাস্তা চলাচল উপযোগী রাখার ফজিলত

ইসলাম ডেস্ক

ইসলামে সড়ক পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখার গুরুত্ব অনেক। মহানবী (সা.) একে ইমানের গুরুত্বপূর্ণ অংশ আখ্যা দিয়েছেন। সাধারণ মানুষের চলাচলের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করারও আদেশ দিয়েছেন তিনি। মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, এমন সব কাজ থেকে সড়ককে মুক্ত রাখাই ইসলামের শিক্ষা।

আবু বারজাহ (রা.) থেকে বর্ণিত, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আপনি আমাকে এমন একটি বিষয় অবহিত করুন, যার সাহায্যে উপকৃত হতে পারি।’ তিনি বললেন, ‘মুসলিমদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে।’ (মুসলি: ৬৫৬৭)

অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইমানের ৭০টির বেশি শাখা আছে। তার মধ্যে সর্বোত্তম হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। লজ্জাশীলতা ইমানের অঙ্গ।’ (নাসায়ি: ৫০০৫)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা দুটি অভিশপ্ত কাজ থেকে দূরে থাকবে। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, ‘অভিশপ্ত কাজ দুটি কী হে আল্লাহর রাসুল।’ তিনি বলেন, ‘মানুষের যাতায়াতের পথে বা ছায়াবিশিষ্ট (যেখানে তারা বিশ্রাম নেয়) জায়গায় প্রস্রাব করা।’ (আবু দাউদ: ২৫)

রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিনিময়ে জান্নাত লাভের ঘোষণা দিয়েছেন মহানবী (সা.)। এরশাদ হয়েছে, ‘একবার এক ব্যক্তি চলাচলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে রাস্তার ওপর একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল, তারপর তা সরিয়ে দিল। আল্লাহ তার এই ভালো কর্মটি পছন্দ করেছেন এবং তাকে ক্ষমা করে দিলেন।’ (মুসলিম: ৬৫৬৩)

প্রবীণ সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দি আর নেই

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?