হোম > ইসলাম

মানবজীবনে সচ্চরিত্রের গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান

সচ্চরিত্র হলো উত্তম ও সুন্দর চরিত্র, যা মানুষের প্রতিদিন কাজকর্মে প্রকাশ পায়। মুহাদ্দিসগণের মতে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও উদারতা, দানশীলতা, বিনয় ও নম্রতা, সহনশীলতা, হারাম থেকে বিরত থাকা, হালাল অন্বেষণ করা, পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যে খরচ করা, কারও সঙ্গে শত্রুতা না করা, গোপনে ও প্রকাশ্যে অন্যের জন্য কল্যাণ কামনা করা, প্রতিশোধ গ্রহণ না করা, অন্যের জন্য ক্ষমা চাওয়া ইত্যাদি সচ্চরিত্রের অন্তর্ভুক্ত। মহানবী (সা.) বলেন, ‘মুমিনদের মধ্যে উত্তম ও পূর্ণাঙ্গ ইমানের অধিকারী তারাই, যারা নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ।’ (আবু দাউদ)। তিনি আরও বলেন, ‘তোমাদের মধ্যে সেই উত্তম, যার চরিত্র সর্বোৎকৃষ্ট।’ (মুসলিম)

মানবজীবনে সচ্চরিত্রের গুরুত্ব অপরিসীম। পার্থিব সুখ-শান্তি যেমন সচ্চরিত্রের ওপর নির্ভরশীল তেমনি পারলৌকিক মুক্তিও এতে নিহিত। চরিত্রবান ব্যক্তি যেমন আল্লাহ ও রাসুলের পছন্দনীয়, তেমনি সমাজের সবাই তাকে ভালোবাসেন। সমাজকে সুন্দর ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হলে সচ্চরিত্রের বিকল্প নেই।

মহানবী (সা.) ছিলেন সমাজের শ্রেষ্ঠ মানুষ। তিনিই আমাদের অনুকরণীয় আদর্শ। তাঁর প্রতিটি কাজকর্ম আমাদের পাথেয়। আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১)  তাঁর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।’ (সুরা আল-কলম: ৪)  মহানবী (সা.) বলেন, ‘সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি।’ (বুখারি) প্রকৃত শিক্ষার মাধ্যমে সচ্চরিত্র অর্জিত হয়। দেশের প্রতিটি নাগরিক যদি চরিত্রবান হয় এবং নৈতিকতাসম্পন্ন আদর্শ ধারণ করে, তবে সমাজ হবে শান্তিময় এবং দেশ ও দশের উন্নয়ন হবে আরও এক ধাপ ত্বরান্বিত।

লেখক:  অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬