হোম > ইসলাম

সিন্ডিকেট করে দাম বাড়ানো বড় গুনাহ

মাওলানা ইসমাইল নাজিম

পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাজারে কৃত্রিম সংকট তৈরি তথা সিন্ডিকেট। বেশি লাভের আশায় পণ্য মজুত করে রাখা, বড় ব্যবসায়ীদের একজোট হয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা, দাম বাড়াতে দালালি ও কালোবাজারি করা ইত্যাদি ইসলামের দৃষ্টিতে বড় গুনাহের কাজ। কারণ এসব কাজ মানুষকে ন্যায্যমূল্যে পণ্য কেনা থেকে বঞ্চিত করে, যা স্পষ্ট জুলুম ও সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলেছেন, ‘যে ব্যক্তি সীমালঙ্ঘন এবং জুলুম করে, আমি তাকে বেদনাদায়ক শাস্তি দেব।’ (সুরা হজ: ২৫)

পণ্য মজুত করে রাখতে হাদিসে নিষেধ এসেছে। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিনের খাদ্যপণ্য মজুত রাখে, সে আল্লাহর দেওয়া নিরাপত্তা থেকে বেরিয়ে যায়।’ (ইবনে আবি শায়বা: ২০৩৯৬) অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি (সংকট তৈরি করতে) খাদ্যশস্য গুদামজাত করে, সে গুনাহগার।’ (মুসলিম: ১৬০৫)

কৃত্রিম সংকট তৈরিকারীদের পরকালে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। দুনিয়াতেও এমন ব্যক্তি আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘কেউ যদি খাদ্যগুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি ও দারিদ্র্য দিয়ে শাস্তি দেন।’ (ইবনে মাজাহ: ২২৩৮) 

তবে সামগ্রিকভাবে পণ্য মজুত করা ইসলামে নিষিদ্ধ নয়। তা যদি মানুষের নিত্যপ্রয়োজনীয় বস্তু না হয় কিংবা এসব পণ্য চাহিদার অতিরিক্ত হয় বা মজুতদার বেশি লাভের আশা না করে এবং কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা নেই, তাহলে পণ্য মজুত রাখা তার জন্য অবৈধ হবে না।

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব