হোম > ইসলাম

পরকালে যা কৃতকর্মের সাক্ষ্য দেবে

মুফতি আইয়ুব নাদীম

মানুষ প্রতিদিন যেসব কাজ করে, সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণতি ভোগ করতে হবে। মানুষকে ভালো প্রতিদান কিংবা মন্দ প্রতিফল প্রদান করা হবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে। মানুষের প্রতিটি কর্মের সাক্ষ্য প্রস্তুত রয়েছে। সেই সব সাক্ষ্য মানুষের পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে। কিয়ামত দিবসে যা মানুষের কৃতকর্মের সাক্ষ্য দেবে, তা হলো—

এক. স্থান: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে।’ (সুরা যিলযাল: ৪)

দুই. সময়: হজরত হাসান বসরি (রহ.) বলেছেন, ‘প্রতিটি দিন মানুষকে ডেকে বলে, ‘আমি নতুন দিন, আমার মধ্যে যা করা হবে, কিয়ামতের দিন আমি তার জন্য সে রকমই সাক্ষ্য দেব।’ (কুরতুবি: ১৯ / ২৪৫)

তিন. জিহ্বা: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে জিহ্বা, হাত ও তাদের পা সাক্ষ্য দেবে।’ সুরা নুর: ২৪)

চার. শরীরের অন্যান্য অঙ্গ: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। ফলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের।’ (সুরা ইয়াসিন: ৫৫)

পাঁচ. দুই ফেরেশতা: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক (ফেরেশতা) নিযুক্ত আছে, সম্মানিত লিপিকরবৃন্দ, যারা জানে তোমরা যা করো।’ (সুরা ইনফিতর: ১১-১২)

ছয়. মানুষের আমলনামা: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এটা কেমন কিতাব, ছোট-বড় যত কর্ম আছে, সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে, তারা তাদের সব কৃতকর্ম সামনে উপস্থিত পাবে।’ (সুরা কাহফ: ৪৯)

সাত. মহানবী (সা.): পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর (হে নবী) আমি তোমাকে ওই সব লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত করব।’ 
(সুরা নাহল: ৮৯) 

লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, টাঙ্গাইল

আজকের নামাজের সময়সূচি: ১৪ জানুয়ারি ২০২৬

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ