হোম > ইসলাম

দোয়া কবুলের ৫ বিশেষ মুহূর্ত

হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করতে হয় প্রশান্ত চিত্ত ও দৃঢ় মনে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে কাঙ্ক্ষিত বিষয়ে আল্লাহর রহমত ও করুণা কামনা করে কায়মনোবাক্যে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই দোয়া করতে কখনো অবহেলা করা উচিত নয়। দোয়া কবুলের বিশেষ কিছু সময় হলো—

এক. ফরজ নামাজের পর। রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘হে রাসুলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়?’ তিনি বলেন, ‘রাতের শেষ সময়ে ও ফরজ নামাজের পরে।’ (তিরমিজি)

দুই. জুমার দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে আল্লাহ তা দান করবেন।’ (বুখারি)

তিন. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। সুতরাং তোমরা দোয়া করো।’ (তিরমিজি)

চার. রাতের শেষাংশে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (মুসলিম)

পাঁচ. সিজদারত অবস্থায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা এ সময় বেশি করে দোয়া করো।’ (আবু দাউদ)

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক 

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব

দোয়া কবুলের অন্যতম মাধ্যম দরুদ পাঠ