হোম > ইসলাম

ভয়ের স্বপ্ন দেখলে জেগে ওঠার সঙ্গে সঙ্গে যা করবেন

সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম

ঘুম জীবনের অবিচ্ছেদ্য অংশ। শরীরের ক্লান্তি আর অবসাদ দূর হয় ঘুমে। ঘুমোলেই ভেসে ওঠে নানা স্বপ্ন। কখনো ভয়ের, কখনো আসার কখনোবা আনন্দের। কোন স্বপ্ন দেখলে করণীয় কী—সে বিষয়ে রয়েছে ইসলামের নির্দেশনা।

ভালো স্বপ্ন দেখলে করণীয়

ভালো বা পছন্দনীয় কোনো স্বপ্ন দেখার পর সেটি কারও কাছে বলতে চাইলে, মোহাব্বত করেন—এমন কোনো আত্মীয় বা ভালো লোকের কাছে বলা অথবা কোনো আলেমের কাছে বলা উচিত। এটি সুন্নত। রাতে স্বপ্ন দেখলে দিনের শুরুর ভাগেই দুনিয়াবি অন্যান্য কাজে জড়ানোর আগে সেই স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়া গেলে ভালো।

ভয়ভীতির স্বপ্ন দেখলে করণীয়

মন্দ, অপছন্দের বা ভয়ভীতির কোনো স্বপ্ন দেখলে জাগ্রত হয়ে চোখ খোলার সঙ্গে সঙ্গে বাম দিকে ফিরে তিনবার থুতু ফেলবেন। তিনবার পড়বেন, ‘আউজু বিল্লাহি মিনাশ-শায়তানির রাজিম ওয়া শাররি হাজিহির রুইয়া।’ অর্থ: ‘বিতাড়িত শয়তান এবং এই স্বপ্নের অপকারিতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।’

পার্শ্ব পরিবর্তন করে শোবেন। এই স্বপ্নের অপকারিতা থেকে পানাহ চাওয়ার জন্য এই দোয়া পড়বেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাজিহির রুইয়া ওয়া খাইরা মা ফিহা, ওয়া আউজুবিকা মিন শাররি হাজিহির রুইয়া, ওয়া শাররি মা ফিহা।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে এই স্বপ্ন এবং এর মধ্যকার যা কিছু রয়েছে তার মঙ্গল বিষয়গুলো কামনা করি। আর এই স্বপ্ন ও তার মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই।’

এ ধরনের স্বপ্নের বিষয় কারও কাছে বলবেন না। কারও কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে বা এ ধরনের স্বপ্নের কথা বলে ফেললে ব্যাখ্যা ভালো মনে হলে ভালোটাই বলবে অথবা ব্যাখ্যাদাতা ও শ্রবণকারী উভয়েই বলবে ভালো দেখেছেন, ইনশাআল্লাহ ভালোই হবে।

যে কোনো ব্যক্তি স্বপ্ন দেখার পর এভাবে এই আমলসমূহ করলে খারাপ কিছু হবে না ইনশাআল্লাহ।

লেখক: ইসলামবিষয়ক গবেষক

মক্কা-মদিনায় এক মাসে প্রায় ৭ কোটি মুসল্লির সমাগম

যাদের জন্য রয়েছে জাহান্নামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ২৯ ডিসেম্বর ২০২৫

গাজায় ৫০০ কোরআনের হাফেজকে রাজকীয় সংবর্ধনা

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

আকাশপথে মুসলিম যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ ব্যবস্থা

শীতের টুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

আজকের নামাজের সময়সূচি: ২৮ ডিসেম্বর ২০২৫

আজকের নামাজের সময়সূচি: ২৭ ডিসেম্বর ২০২৫

শীতকালে অজুতে প্রয়োজন বাড়তি সতর্কতা