হোম > ইসলাম

হজযাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি

ইসলাম ডেস্ক

শেষ মুহূর্তে হজযাত্রীদের কয়েকটি প্রস্তুতির কথা তুলে ধরা হলো—

  • সফরে বের হওয়ার আগেই নিয়তের বিশুদ্ধতা যাচাই করে নেওয়া চাই। কোনো ধরনের পার্থিব আকাঙ্ক্ষা, খ্যাতি ও সামাজিক মর্যাদা লাভের আশা নিয়ে হজে যাওয়া উচিত হবে না।
  • পুরো সফরে আল্লাহর ইবাদত করার জন্য এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হতে হবে।
  • হজে বিভিন্ন দেশ, বর্ণ ও ভাষার মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। সবার প্রতি সুন্দর, মার্জিত ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • হজের বিধিবিধান সম্পর্কে নিয়মিত পড়াশোনা করতে হবে। হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে।
  • বিশেষ করে হজে যেসব কারণে দম বা জরিমানা দিতে হয়, সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং তা থেকে সচেতনভাবে বিরত থাকতে হবে।
  • সফরে বের হওয়ার আগেই  পরিবারের যাবতীয় খরচ দিয়ে দিতে হবে। এ ছাড়া পাওনাদারদের পাওনা এবং কর্মক্ষেত্র বা অন্যান্য দায়িত্ব হিসাবনিকাশ ও কর্তব্যগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে।
  • শারীরিক সুস্থতার বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় মেডিকেল চেকআপ করানো, টিকা নেওয়া এবং প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • হজ এজেন্সিগুলোর নির্দেশনা অনুযায়ী একটি চেকলিস্ট বানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কমপক্ষে এক সপ্তাহ আগে থেকেই গোছগাছ করে ফেলা উচিত। 

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?

মুক্তিযুদ্ধে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস

ইসলামের দৃষ্টিতে স্বাধীনতাসংগ্রাম