হোম > ইসলাম

হাঁচির সময়ের তিনটি দোয়া

ইসলাম ডেস্ক 

হাঁচি দেওয়ার পর দোয়া পড়া সুন্নত। নবীজি (সা.) এ বিষয়ে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি, হাদিস: ৫৮৭০)

গরম পানি দিয়ে অজু করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়?

আজকের নামাজের সময়সূচি: ০৬ জানুয়ারি ২০২৬

ইসলামে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি

ফেরেশতারা যে ৫ ব্যক্তির জন্য দোয়া করেন

আজকের নামাজের সময়সূচি: ০৫ জানুয়ারি ২০২৬

তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় সম্পন্ন

শীতের দিনে নাক দিয়ে জমাট রক্ত এলে অজু ভাঙবে?

আজকের নামাজের সময়সূচি: ০৪ জানুয়ারি ২০২৬

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

আজকের নামাজের সময়সূচি: ০৩ জানুয়ারি ২০২৬