হোম > ইসলাম

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল

ইসলাম ডেস্ক 

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

এই মৌসুমে পবিত্র হজ পালন করতে মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখো মুসলমান। আগামীকাল বুধবার (৪ জুন) তাঁরা ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। সে জন্য আজ মঙ্গলবার থেকেই অনেকে মিনায় যাওয়া শুরু করেছেন।

মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে ১৪৪৬ হিজরির হজের আনুষ্ঠানিক কার্যক্রম। পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে মুসল্লিরা আরাফাহ ময়দানে অবস্থান করবেন।

হজের অংশ হিসেবে ধারাবাহিকভাবে মিনা, আরাফাহ, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন হাজিরা। এরপর সায়ি, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা, এরপর সেখান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করা সুন্নত।

তাই হাজিদের সবার জন্য আলাদা আলাদা তাঁবু স্থাপন করেছে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ। হাজিরা সেখানে তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থেকে সারা দিন অবস্থান করবেন।

এরপর বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ পড়ে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন।

সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এরপর তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনাসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম সম্পন্ন হবে।

জমাদিউস সানির দ্বিতীয় জুমা: মুমিনের করণীয়

মসজিদগুলো হয়ে উঠুক শিশুবান্ধব

ফুটপাতে পথশিশুদের হিমশীতল রাত

ফরজ গোসলের সময় নারীদের চুল ধোয়ার বিধান

শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামার হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়

আজকের নামাজের সময়সূচি: ০৫ ডিসেম্বর ২০২৫

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা শনিবার

একের পর এক ভূমিকম্প মুমিনকে যে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে

স্ত্রীর সঙ্গে ভালোবাসার গভীরতা বাড়াবে যে সুন্নাহ

আজকের নামাজের সময়সূচি: ০৪ ডিসেম্বর ২০২৫