হোম > ইসলাম

বেবিচক সদর দপ্তরে নামাজের স্থানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরের গ্রাউন্ড ফ্লোরে নবনির্মিত নামাজের স্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে এ স্থানের উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।

উদ্বোধনকালে বেবিচকের বিভিন্ন স্তরের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং চেয়ারম্যানের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন। ধর্মীয় এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির মধ্যে পারস্পরিক সংহতি ও আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটেছে।

সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নামাজ আদায়ের উপযোগী ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেবিচক কর্তৃপক্ষ এই নামাজের স্থানটি নির্মাণ করে। এটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি নিরিবিলি ধর্মীয় স্থান হিসেবে ব্যবহৃত হবে।

নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেবিচকের উন্নয়ন ও দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উত্তরোত্তর সাফল্যের জন্য প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত সকলে আন্তরিক অংশগ্রহণ করেন।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মক্ষেত্রে ধর্মীয় চর্চার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মনোযোগ বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।

ফেরেশতারা যে ৫ ব্যক্তির জন্য দোয়া করেন

আজকের নামাজের সময়সূচি: ০৫ জানুয়ারি ২০২৬

তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় সম্পন্ন

শীতের দিনে নাক দিয়ে জমাট রক্ত এলে অজু ভাঙবে?

আজকের নামাজের সময়সূচি: ০৪ জানুয়ারি ২০২৬

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

আজকের নামাজের সময়সূচি: ০৩ জানুয়ারি ২০২৬

সম্মাননা পাগড়ি পাচ্ছেন ১৩০০ হাফেজ আলেম ও মুফতি

জুমার দিন আগে আগে মসজিদে গেলে যে সওয়াব

ইনসাফ—রাজনৈতিক নৈতিকতার মেরুদণ্ড