হোম > ইসলাম

মুমিনের চমৎকার ৪ চারিত্রিক বৈশিষ্ট্য

মুফতি আইয়ুব নাদীম 

ফাইল ছবি

ইসলামের দৃষ্টিতে চারটি গুণ আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয়, কিন্তু তা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তা হলো—

আল্লাহর ভয়: আল্লাহর ভয় মুমিনের অন্যতম সম্পদ। সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগরূক থাকা ইমানের অংশ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, অন্তরে আল্লাহকে সেভাবে ভয় করো, যেভাবে তাঁকে ভয় করা উচিত। সাবধান! মুসলিম থাকা অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না আসে।’ (সুরা আলে ইমরান: ১০২)

মধ্যপন্থা অবলম্বন: মুমিনের অন্যতম গুণ মধ্যপন্থা অবলম্বন করা। মধ্যপন্থা মানে, নিরপেক্ষতা, পরিমিতিবোধ তথা সবকিছুর ঠিক মাঝখানে অবস্থান করা ও বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়া। একে পবিত্র কোরআনে মুসলমানদের বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়েছে। এরশাদ হয়েছে, (হে মুসলমানগণ) এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা অন্যান্য লোক সম্পর্কে সাক্ষী হও এবং রাসুল তোমাদের পক্ষে সাক্ষী।’ (সুরা বাকারা: ১৪৩)

ইনসাফ করা: আরেকটি পছন্দনীয় অভ্যাস হলো, মানুষ সন্তুষ্ট থাকুক বা না থাকুক, সব সময় ইনসাফ করা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ, দয়া এবং আত্মীয়স্বজনকে (তাদের হক) প্রদানের হুকুম দেন। আর অশ্লীলতা, মন্দ কাজ ও জুলুম করতে নিষেধ করেন।’ (সুরা নাহল: ৯০)

আল্লাহর প্রশংসা করা: স্বচ্ছতা-অস্বচ্ছতা, খুশি ও কষ্ট—সব সময় আল্লাহর প্রশংসা করাও ইবাদত। আম্বিয়ায়ে কেরাম যখন কোনো নিয়ামতপ্রাপ্ত হতেন, তখন প্রাণভরে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। পবিত্র কোরআনে হজরত নুহ (আ.) প্রসঙ্গে এরশাদ হয়েছে, ‘তারপর যখন তুমি এবং তোমার সঙ্গীগণ নৌযানে ঠিকঠাক হয়ে বসে যাবে, তখন বলবে, শোকর আল্লাহর, যিনি আমাদের জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন।’ (সুরা মুমিনুন: ২৮)

লেখক: শিক্ষক ও মুহাদ্দিস

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?

মুক্তিযুদ্ধে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস