হোম > ইসলাম

পরকালে আফসোস করবে যারা

শামসুল আরেফীন

দুনিয়ার জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কিংবা অপ্রীতিকর কিছু ঘটে গেলে মানুষ যারপরনাই আফসোস করতে থাকে। ঠিক পরকালেও অনেক মানুষ আফসোস করবে। সেসব আফসোসের দৃশ্য বড়ই হৃদয়বিদারক হবে। নিচের কয়েকটি আয়াত থেকে আমরা তা কিছুটা হলেও অনুমান করতে পারি।

১. সেদিন পাপাচারীরা অনুতাপের আগুনে পুড়বে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তারা যখন আজাব দেখবে, তখন তারা অনুতাপ গোপন করবে। আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদের দেওয়া হবে।’ (সুরা সাবা: ৩৩)

২. সেদিন কাফিররা আমলনামা হাতে পাওয়ার পর আফসোস করবে। এরশাদ হয়েছে, ‘এই দিবস (পরকাল) সত্য। যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে (মৃত্যুর আগে) পাঠিয়েছে। আর (সেদিন তা দেখে) কাফিররা বলবে—হায় আফসোস, যদি মাটি হয়ে যেতাম!’ (সুরা নাবা: ৪০)

৩. পাপাচার ও সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে এরশাদ হয়েছে, ‘প্রত্যেক সীমা লঙ্ঘনকারীই—পৃথিবীতে যা কিছু আছে তা যদি তার হতো, তবে সে মুক্তির বিনিময়ে তা দিয়ে দিত; আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন মনস্তাপ গোপন করবে। তাদের মীমাংসা ন্যায়বিচারের সঙ্গে করা হবে এবং কারও প্রতি জুলুম করা হবে না।’ (সুরা ইউনুস: ৫৪)

৪. জীবনকে আল্লাহ প্রদত্ত বিধানানুযায়ী পরিচালিত না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চালানো মানুষের অনুতাপ ও আফসোস সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর সেদিন জালিম (অনুতাপে) নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’ (সুরা ফোরকান: ২৭-২৯)

লেখক: শিক্ষক

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

আজকের নামাজের সময়সূচি: ০৩ জানুয়ারি ২০২৬

সম্মাননা পাগড়ি পাচ্ছেন ১৩০০ হাফেজ আলেম ও মুফতি

জুমার দিন আগে আগে মসজিদে গেলে যে সওয়াব

ইনসাফ—রাজনৈতিক নৈতিকতার মেরুদণ্ড

ইসলামের বিজয়যাত্রায় নারীদের নীরব বীরত্ব

ফরজ গোসলে যেসব বিষয়ে সতর্কতা প্রয়োজন

উসমানীয় স্থাপত্যের বিস্ময় তুরস্কের দুই ঐতিহাসিক মসজিদ

আজকের নামাজের সময়সূচি: ০২ জানুয়ারি ২০২৬

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক