হোম > ইসলাম

বড়দের সম্মান, ছোটদের স্নেহ—ইসলামের অনুপম আদর্শ

হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

দাদা ও নাতি। ছবি: সংগৃহীত

আমাদের এই আধুনিক সমাজ থেকে সভ্যতা, নৈতিকতা ও আদর্শ দিনদিন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। এই প্রজন্মের কাছে—ছোট ও বড়র মধ্যে কোনো পার্থক্য নেই। নেই বড়দের সম্মান আর ছোটদের স্নেহ।

অথচ রাসুলুল্লাহ (সা.) বড়দের সম্মান ও ছোটদের স্নেহের বিষয়ে অনেক গুরুত্ব করেছেন। হাদিসে এসেছে, ‘যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের হক আদায় করে না, সে আমাদের দলভুক্ত নয়। (সুনানে আবু দাউদ: ৪৯৪৩)

অন্যত্র মহানবী (সা.) বলেছেন, ‘সে আমার উম্মতের দলভুক্ত নয়—যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আলেমদের হক জানে না।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৮ / ১৪)

আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, কয়েকজন লোক একটি হত্যা মামলা নিয়ে নবীজি (সা.) এর কাছে এসেছেন। নিহতের ছোট সন্তান আগ বেড়ে কথা বলতে চাইলে নবীজি (সা.) তাকে থামিয়ে বড় ভাইকে কথা বলার আদেশ দিলেন। (সুনানে আবু দাউদ: ৬১৪২)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম (সা.) তাঁর নাতি হাসানকে চুমু খেলেন। একজন বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমার ১০টি সন্তান রয়েছে। আমি কখনো তাদের কাউকে চুমু খাইনি।’ নবীজি (সা.) তার দিকে তাকিয়ে বললেন, ‘যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না। (সহিহ্ বুখারি: ৫৬৫১)

লেখক: মাদ্রাসা শিক্ষক ও প্রাবন্ধিক

থার্টি ফার্স্ট নাইট: উল্লাস নয়, তওবাই হোক নতুন বছরের অঙ্গীকার

জানাজায় নারীদের অংশগ্রহণ বিষয়ে ইসলাম যা বলে

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

লাশ দেখে যে দোয়া পড়বেন

রজব মাসে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

প্রিয়জনের মৃত্যুতে শোক পালনে ইসলামের নির্দেশনা

ইসলাম ও মুসলমানদের স্বার্থরক্ষায় খালেদা জিয়ার অনন্য কিছু উদ্যোগ

কারও মৃত্যুর সংবাদ শুনলে যে দোয়া পড়বেন