হোম > ইসলাম

আরশের ছায়া পাবেন যাঁরা

হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পৃথিবীর শেষ দিনকে কিয়ামত বলা হয়। পৃথিবী সেই দিন ধ্বংস হয়ে যাবে। মানুষকে তার প্রতিপালকের মুখোমুখি হতে হবে।

কৃতকর্মের হিসাব দিতে হবে। দিনটি হবে অত্যন্ত কঠিন। হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না। মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে।

সেদিন একটি মাত্র ছায়া থাকবে। তা হলো মহান আল্লাহর আরশে আজিমের ছায়া। সেই ছায়ায় তিনি কিছু পুণ্যবান মানুষকে আশ্রয় দেবেন। হাদিসে তেমন সাত শ্রেণির মানুষের কথা এসেছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা সাত শ্রেণির লোককে সেই দিন তাঁর ছায়া দান করবেন। যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।

১. ন্যায়পরায়ণ বাদশাহ। ২. আল্লাহ তাআলার ইবাদতে যৌবন অতিবাহিত করা যুবক।

৩. যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। ৪. ওই দুই ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে; তারা এই ভালোবাসার সূত্রে মিলিত হয় এবং এই ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করে। ৫. যাকে কোনো সুন্দরী নারী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি।

৬. যে ব্যক্তি এত গোপনে দান করে যে, তার ডান হাত কী দান করে, তা বাঁ হাত জানতে পারে না। ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে; ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়।’ (বুখারি: ১৪২৩; তিরমিজি: ২৩৯১; মুসলিম: ১০৩১) 

লেখক: শিক্ষক

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব