হোম > ইসলাম

আত্মীয়স্বজনকে দান করার ফজিলত

ড. এ এন এম মাসউদুর রহমান

দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়, এর মধ্যে দান-সদকা করা অন্যতম। বিভিন্ন স্থানে দান-সদকা করার চেয়ে গরিব আত্মীয়স্বজনকে দান করার গুরুত্ব ও ফজিলত অনেক এবং উত্তম কাজ হিসেবে স্বীকৃত। আল্লাহ তাআলা বলেন, ‘ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে। বরং ভালো কাজ হলো সম্পদের প্রতি আসক্তি সত্ত্বেও যে তা দান করে নিকটাত্মীয়দের, এতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে।’ (সুরা বাকারা: ১৭৭)

মহানবী (সা.) বলেন, ‘কোনো অসহায় মানুষকে দান করলে কেবল সদকা করার সওয়াব পাওয়া যায়, আর নিকটাত্মীয়কে দান করলে তার সওয়াব দ্বিগুণ হয়। একটি হলো সদকার সওয়াব, আরেকটি আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব।’ (আহমদ)

সমাজে দেখা যায়, কারও কেবল মেয়েসন্তান থাকলে অন্য ওয়ারিশরা যাতে সম্পদ না পায়, তাই তিনি মেয়ের নামে সবকিছু লিখে দেন। এতে অন্য ওয়ারিশরা বঞ্চিত হয়। এটি ইসলামসম্মত নয় এবং আল্লাহর বিধানের বিকৃতি। তাই এমন কাজ করা হারাম। কারণ মেয়ে একজন হলে সমুদয় সম্পদের অর্ধেক এবং একাধিক হলে দুই-তৃতীয়াংশ পাবে। অবশিষ্ট সম্পদ অন্য ওয়ারিশরা পাবে।

হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) মৃত্যুসজ্জায় শুয়ে মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, আমার তো অনেক সম্পদ; উত্তরাধিকার হিসেবে রয়েছে আমার একমাত্র কন্যা। আমি কি আমার সব সম্পদ গরিবদের জন্য লিখে দেব?’ তখন তিনি বললেন, ‘এক-তৃতীয়াংশ লিখে দিতে পারো। এক-তৃতীয়াংশও অনেক সম্পদ। তবে জেনে রাখো, তোমার আত্মীয়স্বজনদের ভিখারি রেখে যাওয়ার চেয়ে তাদের সচ্ছল রেখে যাওয়া উত্তম।’ (মুসলিম)

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬