হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কলম্বিয়ায় ১৪ বিদ্রোহী ও ১ সেনাবাহিনীর মৃত্যু

কলম্বিয়ার গেরিলা ও আন্দিয়ানের সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে প্রায় ১৪ জন বিদ্রোহী এবং একজন কলম্বিয়ার সেনা নিহত হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার কাউকা প্রদেশের আর্গলিয়ায় দেশটির প্রাক্তন বিপ্লবী সশস্ত্র বাহিনী (এফএআরসি) প্রতিষ্ঠিত কার্লোস প্যাটিনো ফ্রন্টের চৌদ্দ সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর অন্তত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এ ফ্রন্টের বিরুদ্ধে ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যানের অভিযোগ সেনাবাহিনীর।

দেশটির সেনাপ্রধান জেনারেল এদুয়ার্দো এনরিক জাপাতেয়েরো এক টুইট বার্তায় জানান, বিদ্রোহীরা তাঁদের যোদ্ধাদের মৃতদেহ সরিয়ে ফেলে। এছাড়া টুইটে তিনি মাত্র ১০ জন বিদ্রোহীর নিহতের কথা তুলে ধরেন।

টুইটে তিনি আরও জানান, বিমান হামলায় একজন সেনা সদস্য নিহত ও ৭ সেনা সদস্য আহত হয়েছে। এছাড়া কলম্বিয়ার সেনাদের কাছে একজন বিদ্রোহী আত্মসমর্পণ করেছে, সেনাবাহিনী তাঁর অস্ত্র জব্দ করেছে।

সরকারী কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর ধারণা, সারা দেশে আড়াই হাজারের মতো তথাকথিত এএফআরসি বিদ্রোহী রয়েছে। তাঁদের শান্তি চুক্তি মানার অস্বীকৃতির জেরে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন