হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার কমলা হ্যারিসের অফিস লক্ষ্য করেও চলল গুলি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রধান দুটি দলের মধ্যে জোর প্রচারণা শুরু হয়েছে। এর মধ্যেই পরপর দুইবার হামলার শিকার হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম। এবার হামলা হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী অফিস লক্ষ্য করেও। 

বুধবার সিএনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স এলাকায় অবস্থিত কমলা হ্যারিসের অফিস লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেখান থেকেই নির্বাচনী প্রচারের কাজ করছেন কমলা। 

হামলার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, কমলার অফিসের দেওয়ালে গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশ এটাও জানিয়েছে যে, মঙ্গলবার মাঝরাতে এই হামলার ঘটনা ঘটেছে। সেই সময়ে অফিসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো। হামলার পেছনে কারা রয়েছে, তা দ্রুত জানা যাবে বলে আশ্বাস দিয়েছে তারা। 

পরপর দুই প্রেসিডেন্ট প্রার্থীর ওপরই এমন হামলার পরিকল্পনা নিয়ে চিন্তা বেড়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। কয়েক মাস আগেই একটি জনসভায় বক্তব্য রাখার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ট্রাম্পের কানে আঘাত হেনেছিল গুলিটি। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ওই হামলাকারীর। ওই ঘটনার পর গত সপ্তাহে ফ্লোরিডার একটি গলফ কোর্সেও ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনাকারী একজনকে আটক করা হয়। ঘটনার সময় ট্রাম্প উপস্থিত ছিলেন সেখানে। গলফ কোর্সের মধ্যে একটি ঝোপ থেকে একে-৪৭ রাইফেলও উদ্ধার করে পুলিশ। ওই আটক ব্যক্তি রায়ান ওয়েসলি রাউথের কাছ থেকে বন্দুক ছাড়াও একটি গো-প্রো অ্যাকশন ক্যামেরা উদ্ধার করা হয়। 

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনাকারী রাউথ শ্রমিকের কাজ করতেন। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। অংশ নিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও। ট্রাম্পের ঘোরতর বিরোধী ছিলেন তিনি।

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব