হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বাধা 

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করার প্রস্তাবে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে আরও বেশি স্বাধীন, আরও বেশি কার্যকর করতে নেওয়া উদ্যোগে নেওয়া পদক্ষেপে এই বাধা দিল বাইডেন প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে সদস্য দেশগুলোর প্রতি সংস্থাটিতে চাঁদা বৃদ্ধি এবং টেকসই অর্থায়নের প্রস্তাব করলে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। বৈঠকে উপস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

এই বাধার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদি সহায়তা প্রত্যাহারের বিষয়ে সন্দেহ আরও ঘনীভূত হলো। গত ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত এক নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। ওই নথিতে বলা হয়, সংস্থাটি সদস্য দেশগুলোর চাঁদা ক্রমান্বয়ে বাড়াতে বলেছে। যাতে করে, আগামী ২০২৪ সালের মধ্যে সংস্থাটির মূল বাজেটের অন্তত অর্ধেক পরিমাণ অর্থ সদস্যদের কাছ থেকে আসে।

কোভিড-১৯ মহামারির ফলে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে বেশ কিছু পরিকল্পনা নেয় সংস্থাটি। সেসব পরিকল্পনা বাস্তবায়নেই উপরিউক্ত প্রস্তাব দেয় সংস্থাটির ওয়ার্কিং কমিটি। প্রস্তাবে বাধা দেওয়ার কারণ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভবিষ্যতে চীনের তরফ থেকে আগত হুমকিসহ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সামর্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ রয়েছে। 

এর পরিবর্তে যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়, দাতা দেশগুলোর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একটি আলাদা তহবিল তৈরির প্রস্তাব দেয় যেখান থেকে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো জরুরি অবস্থা মোকাবিলা এবং প্রতিরোধে ব্যবহৃত হবে। 

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক