হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বাধা 

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করার প্রস্তাবে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে আরও বেশি স্বাধীন, আরও বেশি কার্যকর করতে নেওয়া উদ্যোগে নেওয়া পদক্ষেপে এই বাধা দিল বাইডেন প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে সদস্য দেশগুলোর প্রতি সংস্থাটিতে চাঁদা বৃদ্ধি এবং টেকসই অর্থায়নের প্রস্তাব করলে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। বৈঠকে উপস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

এই বাধার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদি সহায়তা প্রত্যাহারের বিষয়ে সন্দেহ আরও ঘনীভূত হলো। গত ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত এক নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। ওই নথিতে বলা হয়, সংস্থাটি সদস্য দেশগুলোর চাঁদা ক্রমান্বয়ে বাড়াতে বলেছে। যাতে করে, আগামী ২০২৪ সালের মধ্যে সংস্থাটির মূল বাজেটের অন্তত অর্ধেক পরিমাণ অর্থ সদস্যদের কাছ থেকে আসে।

কোভিড-১৯ মহামারির ফলে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে বেশ কিছু পরিকল্পনা নেয় সংস্থাটি। সেসব পরিকল্পনা বাস্তবায়নেই উপরিউক্ত প্রস্তাব দেয় সংস্থাটির ওয়ার্কিং কমিটি। প্রস্তাবে বাধা দেওয়ার কারণ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভবিষ্যতে চীনের তরফ থেকে আগত হুমকিসহ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সামর্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ রয়েছে। 

এর পরিবর্তে যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়, দাতা দেশগুলোর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একটি আলাদা তহবিল তৈরির প্রস্তাব দেয় যেখান থেকে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো জরুরি অবস্থা মোকাবিলা এবং প্রতিরোধে ব্যবহৃত হবে। 

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র