হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মঙ্গল গ্রহ আগের চেয়ে বেশি জোরে ঘুরছে, বলছে নাসা

মঙ্গল গ্রহের দিনগুলো ছোট হয়ে আসছে। এর মানে হলো গ্রহটি আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।

নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।

তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।

তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।

 ২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও