হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের স্কটল্যান্ড সফর ঘিরে কড়া নিরাপত্তা, নিজস্ব গলফ রিসোর্টে কাটছে সময়

আজকের পত্রিকা ডেস্ক­

ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিএ মিডিয়ার সৌজন্যে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডের দক্ষিণ অ্যাবারডিনশায়ারের বিলাসবহুল গলফ কোর্স ‘ট্রাম্প টার্নবেরি’তে অবস্থান করছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে তিনি ছেলে এরিক ট্রাম্প ও যুক্তরাজ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেন্সসহ একটি বড় দলের সঙ্গে গলফ খেলেন। এ সময় তাঁদের সঙ্গে অন্তত ১৫টি গলফ বাগি ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

টার্নবেরির গলফ কোর্সটি এদিন অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। তবে পুরো এলাকা ছিল নজিরবিহীন নিরাপত্তায় ঘেরা। ড্রোন নজরদারি, হেলিকপ্টার টহল, রাস্তা বন্ধ করে সামরিক তল্লাশি ও নিরাপত্তা বেড়া দিয়ে ঘিরে রাখা হয় গোটা এলাকা। টার্নবেরিতে গ্রীষ্মের মৌসুমে এক রাউন্ড গলফ খেলার খরচ প্রায় ১ হাজার পাউন্ড।

এই সফরের প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে নতুন ১৮ হোলের একটি গলফ কোর্স চালু করবেন বলে জানা গেছে। এটি হবে তাঁর মালিকানাধীন চতুর্থ আন্তর্জাতিক গলফ কোর্স। আগামী আগস্টে এই কোর্সেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের নেক্সো চ্যাম্পিয়নশিপ, যেখানে স্কটিশ সরকার থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে অ্যাবারডিন ও এডিনবার্গে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়েছে। ছবি: পিএ মিডিয়ার সৌজন্যে

ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে দক্ষিণ অ্যাবারডিনশায়ারের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এত কড়া নিরাপত্তাব্যবস্থা সাধারণত রাষ্ট্রীয় সফরের সময় নেওয়া হয়। যদিও এটি একটি ব্যক্তিগত সফর, তবুও মার্কিন প্রেসিডেন্টের অবস্থান বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্কটল্যান্ড সফর শেষে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এর মধ্যে রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ট্রান্স-আটলান্টিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গেও সাক্ষাৎ করবেন ট্রাম্প।

তবে, ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে অ্যাবারডিন ও এডিনবার্গে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়েছে। অনেকে ২০১৮ সালে প্রয়াত কৌতুক অভিনেতা জেনি গডলির কটূক্তি লেখা প্ল্যাকার্ড বহন করছিল।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ