হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি ঘণ্টায় ৪২ জনের মৃত্যু

করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জন এবং শনাক্ত হয়েছেন ৩৮ কোটি ৭২ হাজার ৬৫৬ জন। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ক্ষতি কাটিয়ে উঠে নাগরিকদের স্বাভাবিক জীবনে ফেরাতে শুরু করলেও সাম্প্রতিক সময়ে করোনার ডেলটা ধরনে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেছে এক হাজার ১৭ জনের। গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা রোগী বেড়েছে ৭০ শতাংশ। গত ১২ দিন ধরে দেশটিতে করোনায় দৈনিক গড়ে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। যা গত ৬ মাসে সর্বোচ্চ। শুধু ফ্লোরিডাতেই গত সপ্তাহে করোনা শনাক্ত হয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৫ হাজার ৩৯৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৮২ লাখ ১০ হাজার ২১৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন