হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিচারকাজে আগেও একাধিক ভুল করেছিলেন ট্রাম্পের নথি গোপনের মামলার বিচারক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রীয় নথি গোপন করার মামলার বিচারক আলিন ক্যানন এর আগেও দুটি ভুল করেছিলেন। গত জুন মাসে পাওয়া আদালতের নথি বিশ্লেষণ করে এই ভুল দুটির বিষয়ে জানা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আদালত থেকে পাওয়া সংশ্লিষ্ট মামলার নথি বিশ্লেষণ করে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ দুটি ভুল ডোনাল্ড ট্রাম্পের সাংবিধানিক অধিকার হরণ করেছে। তাঁরা বলছেন, বিষয়টি ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাকে বাতিলও করে দিতে পারে।

ফ্লোরিডার একটি জেলা আদালতের বিচারক আলীন ক্যানন এর আগে আলাবামায় শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে অভিযুক্ত একজনের বিচারের জন্য ‘জুরি নির্বাচন’ বন্ধ করে দিয়েছিলেন। সাধারণত এমন মামলায় আসামি বিচারের জন্য নির্ধারিত বিচারক থেকে নিজের জন্য পছন্দমতো বিচারকদের নাম প্রস্তাব করতে পারেন। মার্কিন সংবিধানের ষষ্ঠ সংশোধনী অনুসারে এটি একজন বিবাদীর সাংবিধানিক অধিকার।

আলিন ক্যানন এর আগে, ২০২০ সালে সম্ভাব্য জুরি পুলে বিচারক হিসেবে শপথ নিতেও অবহেলা করেছিলেন। সাধারণত জুরিদের এই শপথ বাধ্যতামূলক। বাধ্যতামূলক এই পদ্ধতিতে বিচারকদের শপথ করানো হয় যে তাঁরা বিচারের ক্ষেত্রে সব সময় সত্য কথা বলবেন।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্কুল অব ল-এর অধ্যাপক স্টিফেন স্মিথ বলেছেন, আদালতে জুরি নির্বাচনের অধিকার হরণ করে বিচার বন্ধ করে দিতে গিয়ে ক্যানন যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ‘একটি মৌলিক সাংবিধানিক ত্রুটি’। তিনি আরও জানান, এতে করে আলিনের বিচারিক ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা