হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়াকে এড়িয়ে পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র

রাশিয়াকে এড়িয়ে পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা রাশিয়াকে কখনোই বলেনি যে— যুক্তরাষ্ট্র ইউরোপে তাঁদের শক্তিমত্তা বৃদ্ধি করতে চায়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এমন সময়ে এই বক্তব্য এল যখন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো এবং জি–৭ ভুক্ত দেশগুলোর শক্তিমত্তা আরও বাড়ানোর লক্ষ্যে ইউরোপ সফর করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে যুক্তরাষ্ট্রের নিজস্ব শক্তিমত্তা বৃদ্ধিসহ ন্যাটো জোটের শক্তি বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন। 

বাইডেনের এসব ঘোষণার মধ্য দিয়ে রাশিয়ার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে কিনা সে বিষয়ে আলোকপাত করেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি বলেছেন, ‘এই বিষয়ে মস্কোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং কোনো ধরনের যোগাযোগের প্রয়োজনও নেই।’ 

মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বাইডেনের এসব ঘোষণার মধ্য দিয়ে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যেসব চুক্তি রয়েছে তার কোনো বরখেলাপ হবে না। ফলে, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোতে নিজের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নীরবে এগিয়ে যাচ্ছে। 

এর আগে, বাইডেন ঘোষণা দিয়েছিলেন—যুক্তরাষ্ট্র পোল্যান্ডে মার্কিন সেনাবাহিনীর পঞ্চম কর্পসের হেড কোয়ার্টার স্থায়ীভাবে নির্মাণ করতে চান পোল্যান্ডে, রোমানিয়ায় ৩০০০ সৈন্য মোতায়েন, বাল্টিক দেশগুলোতে সৈন্য মোতায়েন এবং যুক্তরাজ্যে দুই স্কোয়াড্রন এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এ ছাড়া জার্মানি এবং ইতালিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করারও ঘোষণা দিয়েছিলেন তিনি। 

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা