হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় প্রিন্সটনের ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে চলমান ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত নারী শিক্ষার্থী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

প্রিন্সটন অ্যালামনাই উইকলি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু স্থাপন করেছিলেন বিক্ষোভকারীরা। সেখানে থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুতে জন্ম গ্রহণকারী অচিন্ত্য সিভালিঙ্গম এবং হাসান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্রেসপাসিং অর্থাৎ, অনুমতি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় এলাকায় অনুপ্রবেশের দায়ে এই দুই স্নাতক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে তাঁদের অবিলম্বে বহিষ্কার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেনিফার মরিল। তিনি বলেছেন, ক্যাম্পাসে তাঁবু স্থাপন করা বিশ্ববিদ্যালয়ের নীতির লঙ্ঘন।

তবে বিশ্ববিদ্যালয়ের আরেক মুখপাত্র মাইকেল হচকিস ডেইলি প্রিন্সটোনিয়ানকে নিশ্চিত করেছেন, এই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি এবং তাঁদের বাসস্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

অচিন্ত্য সিভালিঙ্গম প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাফেয়ার্স ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী এবং হাসান সাঈদ সেখানে পিএইচডি করছেন।

একটি বিবৃতিতে জেনিফার মরিল বলেছেন, জননিরাপত্তা বিভাগ থেকে শিক্ষার্থীদের এসব কার্যকলাপ বন্ধ করা এবং এলাকা ছেড়ে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তাঁরা এখন শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হয়েছেন। তাঁদের গ্রেপ্তারের পর অন্য বিক্ষোভকারীরা স্বেচ্ছায় তাঁদের তাঁবু গুটিয়ে নিয়েছেন।

ডেইলি প্রিন্সটন বলেছে, গত বুধবার ই-মেইলের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু স্থাপনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল।

এরপরও প্রিন্সটনের ছাত্র, শিক্ষক, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এমনকি বহিরাগতরাও ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে প্রিন্সটন অ্যালামনাই উইকলি।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হাজার হাজার শিক্ষার্থী তাঁদের ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিলে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়েছে এবং শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রতিবাদ ঠেকানোর অংশ হিসেবে ‘নতুন নিরাপত্তাব্যবস্থার’ কথা বলে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)।

আটলান্টার ইমোরি ইউনিভার্সিটিতে গতকাল ২৮ জন বিক্ষোভকারীকে ক্যাম্পাসে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। বিক্ষোভকারীরা এই নির্দেশ না মানলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম