হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের দখল নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখল করার খবরে গত সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এসে ভিড় করে অনেক বেসামরিক আফগান নাগরিক। দেশ ছাড়ার জন্য তাঁরা যে যার মতো করে উড়োজাহাজে চড়তে থাকে। উড়োজাহাজের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন উড়োজাহাজের চাকায় (ল্যান্ডিং গিয়ার)। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে দুজন মানুষ নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চাকায় অবস্থান নেওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে সেই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। 

মার্কিন বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক উড়োজাহাজটি গত সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শত শত আফগান বেসামরিক নাগরিক উড়োজাহাজটিকে চারদিক থেকে ঘিরে ধরে। তাঁরা উড়োজাহাজটিতে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে সেখানে জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে সি-১৭ সামরিক উড়োজাহাজটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় পাইলট দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। উড়োজাহাজটি যখন কাতারের একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছায় তখন উড়োজাহাজটির চাকায় (ল্যান্ডিং গিয়ার) মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মার্কিন বিমানবাহিনী সি-১৭ উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে। 

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা