হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান–ইসরায়েলের ‘১২ দিনের যুদ্ধ শেষ’

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘১২ দিনের যুদ্ধ’ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ এবং পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে সম্পূর্ণভাবে চুক্তি হয়েছে (এই পোস্ট লেখার প্রায় ৬ ঘণ্টা পর, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান, চূড়ান্ত মিশনগুলো শেষ করবে!), ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে, যার পর যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে!’

যুদ্ধবিরতি কখন শুরু হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘সরকারিভাবে, আগে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং এর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা শেষে, আনুষ্ঠানিকভাবে “১২ দিনের যুদ্ধ” শেষ হওয়ার ঘোষণা বিশ্বব্যাপী উদযাপিত হবে। প্রতিটি পক্ষের যুদ্ধবিরতির সময়, অপর পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ করবে।’

মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি কার্যকর থাকবে—এমন নিশ্চয়তা দিয়ে বলেন, ‘সবকিছু ঠিকঠাক মতো চললে—যা অবশ্যই চলবে—আমি ইসরায়েল ও ইরান—উভয় দেশকে অভিনন্দন জানাই। তাদের ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার জন্য, যে কারণে তারা এমন একটি যুদ্ধের ইতি টানতে পেরেছে, যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, আর কখনও হবে না!’

ট্রাম্প এসময় দুই দেশের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘ইসরায়েলের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, ইরানের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, মধ্যপ্রাচ্যের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, যুক্তরাষ্ট্রের প্রতি ঈশ্বরের আশীর্বাদ এবং গোটা বিশ্বের প্রতি ঈশ্বরের আশীর্বাদ!’

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক