হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডিএনএ পরীক্ষায় বাবাকে খুঁজে পেলেন মার্কিন নারী

বাবার সঙ্গে কন্যার প্রথমবার দেখা হওয়ার মুহূর্ত। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।

দ্য নিউজউইক জানিয়েছে, বর্তমানে ৩২ বছর বয়সী বোসওয়েলের জীবনের মোড় ঘুরে যায় মাত্র ১৬ বছর বয়সে। সে সময় একদিন মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি জানতে পারেন, যাকে তিনি ছোটবেলা থেকে বাবা জেনে এসেছেন, তিনি আসলে তাঁর জৈবিক বাবা নন।

নিউজউইককে বোসওয়েল বলেন, ‘আমার মা বলেছিলেন, তাঁর স্বামী আমার বাবা নন। এটি শুনে প্রথমে অবাক হয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমার শৈশবের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। আমি সব সময় তাঁর কাছ থেকে অন্য ভাই-বোনদের চেয়ে আলাদা আচরণের শিকার হতাম।’

এরপর থেকেই নিজের জৈবিক বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা শুরু করেন বোসওয়েল। একপর্যায়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও নিজের পূর্বপুরুষ সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। এই লক্ষ্যে ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো একটি ডিএনএ পরীক্ষায় অংশ নেন। তবে এই পরীক্ষার মাধ্যমে বংশগত সম্পর্ক থাকা যেসব নাম বেরিয়ে আসে সেগুলো তাঁর কাছে খুবই অপরিচিত লেগেছিল। বোসওয়েল বলেন, ‘আমি পরিচিত এবং মায়ের পুরোনো সহপাঠীদের জিজ্ঞেস করলাম—কিন্তু কিছুই জানতে পারলাম না।’

তবে ওই ডিএনএ পরীক্ষায় একটি পদবি এবং কিছু সম্ভাব্য আত্মীয়ের সন্ধান পেয়েছিলেন তিনি। পরে তাঁদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টাও করেন। তবে বোসওয়েলের কথাকে শুরুর দিকে সবাই সন্দেহের চোখে দেখছিলেন।

অবশেষে চলতি বছর ডিএনএ বিশ্লেষক এবং ব্যক্তিগত তদন্তকারীদের সহায়তা নেন বোসওয়েল। এতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁরা তাঁর সম্ভাব্য বাবার ছবি, ঠিকানা এবং সম্পূর্ণ পারিবারিক বংশানুক্রম তৈরি করে দেন।

বাবাকে খুঁজে পাওয়ার বিষয়ে বোসওয়েল বলেন, ‘তাঁর (বাবা) সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে গিয়ে দেখি, আমার মায়ের সঙ্গে তাঁর একটি যোগাযোগ রয়েছে।’

পরে সম্ভাব্য বাবার এক কন্যার সঙ্গেও যোগাযোগ করেন বোসওয়েল। তারাই বাবাকে খুঁজে বের করতে সাহায্য করেন।

সম্প্রতি ওকলাহোমা থেকে টেক্সাসে এসে বোসওয়েলের সঙ্গে দেখা করেন তাঁর আসল বাবা। তাঁদের প্রথম সাক্ষাৎটি ছিল অবিশ্বাস্য। এ বিষয়ে বোসওয়েল বলেন, ‘মনে হচ্ছিল, এটি একটি স্বপ্ন। আমার প্রত্যাশা খুব বেশি ছিল না। কারণ আমি আবার আঘাত পেতে চাইনি।’

বোসওয়েল জানতে পেরেছেন, তাঁর বাবার আরও চার সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন মাত্র ১০ বছরের। নতুন সম্পর্কের আবিষ্কার বোসওয়েল ও তাঁর বাবার জীবনে আনন্দ এবং একতা নিয়ে এসেছে।

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব