হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ ছাড়লেন ন্যান্সি পেলোসি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি। এর মধ্য দিয়ে হাউসের প্রায় দুই দশকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট।

বিবিসির খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার পরিপ্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যান্সি। তবে তিনি কংগ্রেসের নিম্নকক্ষে তাঁর ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘আমি কখনোই ভাবিনি সাধারণ গৃহিণী থেকে হাউস স্পিকার হয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাট নেতৃত্বের জন্য পুনর্নির্বাচিত হতে চাই না। নতুন প্রজন্মের জন্য ডেমোক্রেটিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’

ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার। প্রায় দুই দশক ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন তিনি। পদত্যাগ করলেও আগামী জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি, যখন একটি নতুন কংগ্রেস দায়িত্ব নেবে।

সিএনএন জানায়, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের পরবর্তী নেতা হতে পারেন হাকিম জেফরিস। তিনি প্রতিনিধি পরিষদে নিউইয়র্কের প্রতিনিধিত্ব করছেন। হাকিম জেফরিস দলীয় সমর্থন নিয়েই হাউসে ডেমোক্র্যাট নেতৃত্বের পদ গ্রহণ করবেন। আর এটি হলে তিনি হবেন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়া প্রথম অশ্বেতাঙ্গ।

এদিকে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। আগামী জানুয়ারিতে তিনি ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প