হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতৃত্বে প্রথম অশ্বেতাঙ্গ হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নতুন নেতা হলেন হাকিম জেফরিস। বর্তমান স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন তিনি। সবার সম্মতিতে বুধবার (৩০ নভেম্বর) দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে তাঁকে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতিনিধি পরিষদে নিউইয়র্কের প্রতিনিধিত্ব করছেন হাকিম। ডেমোক্রেটিক পার্টির ইতিহাসে তিনিই প্রথম অশ্বেতাঙ্গ, যিনি কংগ্রেসে নেতৃত্ব দেবেন। 

২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। আর ১১৮তম মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেবেন ৫২ বছর বয়সী হাকিম জেফরিস। 

গেল নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্রেটিক পার্টি। নির্বাচন শেষে কংগ্রেসে দলের প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্পিকার ন্যান্সি পেলোসি। তবে তিনি কংগ্রেসের নিম্নকক্ষে তাঁর ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।

এদিকে ন্যান্সি পেলোসির পদত্যাগের পর থেকেই নতুন নেতা হিসেবে হাকিম জেফরিসের নাম শোনা যায়। গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন জেফরিস। বুধবার দলীয় নেতা নির্বাচনের পর উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, এটা ভবিতব্যই ছিল।

রিপাবলিকানদের সঙ্গে কীভাবে কাজ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমেরিকানদের স্বার্থে যখনই এবং যেখানেই সম্ভব অংশীদারত্বের হাত প্রসারিত করা আমাদের প্রতিশ্রুতি।’ 

ডেমোক্রেটিক ককাসের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন হাকিম জেফরিস। তাঁর নেতৃত্বাধীন টিমে আরও থাকছেন ম্যাসাচুসেটসের প্রতিনিধি ক্যাথরিন ক্লার্ক, ক্যালিফোর্নিয়ান পিট আগুইলার এবং কংগ্রেসনাল হিস্পানিক ককাসের একজন সদস্য।

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব