হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের সঙ্গে বন্দী বিনিময় সমঝোতা অস্বীকার যুক্তরাষ্ট্রের

ঢাকা: ইরান ও  যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দী বিনিময়ের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেন মার্কিন গণমাধ্যম সিবিএস-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটি জানান।

ওই অনুষ্ঠানে অংশ নিয়ে রন ক্লেন বলেন, আমি আপনাকে বলতে পারি, দুর্ভাগ্যবশত প্রতিবেদনটি সঠিক নয়। চার মার্কিনের মুক্তি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি । তাঁদেরকে মুক্ত করার জন্য আমরা খুব চেষ্টা করে যাচ্ছি।

এর আগে গতকাল রোববার  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবেদনে বলা হয়, ইরানে বন্দি থাকা চার মার্কিন নাগরিকের বিনিময়ে যুক্তরাষ্ট্রে বন্দী চার ইরানি নাগরিককে মুক্ত করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া ইরানের ৭০০ কোটি ডলারের তহবিল তেহরানের কাছে হস্তান্তরের বিষয়েও ওয়াশিংটন সম্মত হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, সামরিক পাওনা পরিশোধের পর ব্রিটিশ-ইরানিয়ান এনজিও কর্মী নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফকে মুক্তি দিয়েছে ইরান।

থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার নাজানিন জাঘারি র‍্যাটক্লিফকে ২০১৬ সালে তেহরান বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে নাজানিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ইরানের আদালত। যদিও অভিযোগ অস্বীকার করেন নাজানিন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও রোববারের চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়ে এখন বিশ্ব শক্তিগুলো আলোচনা করছে। এ ক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে বলে মনে করা হচ্ছে।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে