হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার শহরের দক্ষিণ-পশ্চিম কিংসেসিং এলাকায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই হামলা হয়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। একজন সন্দেহভাজনকে আটক এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। আর নিহত চারজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্য। 

সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট বা জ্যাকেট পরা ছিলেন এবং তার কাছে একটি রাইফেল ও হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে আহতদের খুঁজে পায়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ হতাহত বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি। 

মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন নিহত এবং ২৮ জন আহতের পরদিনই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ায় এই হামলা হলো। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে গুলির এ ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ এখনো একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা সম্প্রদায়ের বার্ষিক সমাবেশের সময় গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

আরও ৯ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও ২০ জন ভুক্তভোগীকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য নিহত ব্যক্তিও এক প্রাপ্তবয়স্ক ছিলেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি