ইরানের পরমাণু আলোচনার সঙ্গে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আজ রোববার তিনি এমনটি বলেন।
যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপ ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার কোনো ক্ষতি করবে না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন লিখিত গ্যারান্টি চেয়েছে রাশিয়া। এরপরই ব্লিঙ্কেন এমন মন্তব্য করলেন।
সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি এবং সেই চুক্তিতে ফিরে আসার সম্ভাবনার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।