ঢাকা: টুইটার ও ফেসবুক বন্ধ করে দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবৃতিতে তিনি মুক্তভাবে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় টুইটারকরায় দেশটির সরকারের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলোর উচিত নাইজেরিয়াকে অনুসরণ করা।
উল্লেখ্য, টুইটারে স্থায়ীভাবে নিষিদ্ধ ট্রাম্প। তাঁর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। এসব কারণেই বেশ ক্ষুব্ধ ট্রাম্প।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখনই ফেসবুক-টুইটার নিষিদ্ধ করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। কারণ, ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ নিয়মিত যোগাযোগ করতেন। তিনি হোয়াইট হাউসে আসতেন।