হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেরুর প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট

নিয়োগের মাত্র তিন দিনের মাথায় পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালর পিন্টোকে অপসারণ করলেন দেশটির প্রেসিডেন্ট। ২০১৬ সালে পারিবারিক সহিংসতা ঘটিয়েছিলেন এমন অভিযোগ তুলে গতকাল শুক্রবার তাঁকে অপসারণ করা হয়। প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বলেন, ‘আমি মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁর এই বক্তব্যের অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালার আর স্বপদে নেই।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বামপন্থী কাস্তিলো একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই পরিবর্তনের ঘোষণা দেন। তবে সেই ভাষণে তিনি ভ্যালর পিন্টোর নাম উল্লেখ করেননি।

গত বৃহস্পতিবার ৬২ বছর বয়সী ভ্যালর পিন্টো প্রথম তোপের মুখে পড়েন। ওই দিন স্থানীয় সংবাদপত্রগুলো তাঁর নামে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে। তাতে বলা হয়, ভ্যালর পিন্টোর স্ত্রী ও বিশ্ববদ্যালয়ে পড়ুয়া মেয়ে অভিযোগ করেছেন যে ২০১৬ সালে তিনি পারিবারিক সহিংসতা ঘটিয়েছিলেন।

এই সংবাদ প্রকাশের পর শুক্রবার কংগ্রেসের স্পিকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনজন মন্ত্রীও তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পররাষ্ট্রমন্ত্রী সিজার ল্যান্ডা টুইটারে লিখেছেন, জনসেবার জন্য অভিযোগমুক্ত কর্মকর্তা প্রয়োজন।

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্যালর পিন্টো। তিনি বলেন, ‘আমি নিপীড়নের শিকার। আমি কখনোই পারিবারিক সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হইনি। এটা আমার বিরুদ্ধে স্রেফ ষড়যন্ত্র।’

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও