হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেরুর প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট

নিয়োগের মাত্র তিন দিনের মাথায় পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালর পিন্টোকে অপসারণ করলেন দেশটির প্রেসিডেন্ট। ২০১৬ সালে পারিবারিক সহিংসতা ঘটিয়েছিলেন এমন অভিযোগ তুলে গতকাল শুক্রবার তাঁকে অপসারণ করা হয়। প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বলেন, ‘আমি মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁর এই বক্তব্যের অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালার আর স্বপদে নেই।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বামপন্থী কাস্তিলো একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই পরিবর্তনের ঘোষণা দেন। তবে সেই ভাষণে তিনি ভ্যালর পিন্টোর নাম উল্লেখ করেননি।

গত বৃহস্পতিবার ৬২ বছর বয়সী ভ্যালর পিন্টো প্রথম তোপের মুখে পড়েন। ওই দিন স্থানীয় সংবাদপত্রগুলো তাঁর নামে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে। তাতে বলা হয়, ভ্যালর পিন্টোর স্ত্রী ও বিশ্ববদ্যালয়ে পড়ুয়া মেয়ে অভিযোগ করেছেন যে ২০১৬ সালে তিনি পারিবারিক সহিংসতা ঘটিয়েছিলেন।

এই সংবাদ প্রকাশের পর শুক্রবার কংগ্রেসের স্পিকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনজন মন্ত্রীও তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পররাষ্ট্রমন্ত্রী সিজার ল্যান্ডা টুইটারে লিখেছেন, জনসেবার জন্য অভিযোগমুক্ত কর্মকর্তা প্রয়োজন।

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্যালর পিন্টো। তিনি বলেন, ‘আমি নিপীড়নের শিকার। আমি কখনোই পারিবারিক সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হইনি। এটা আমার বিরুদ্ধে স্রেফ ষড়যন্ত্র।’

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট