হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘আমার সন্তান, আমার অধিকার’ বলছেন মন্টেগোমারির মুসলিম বাবা-মায়েরা

আমেরিকার মন্টেগোমেরি কাউন্টির শিক্ষা কার্যক্রমে তৃতীয় লিঙ্গের বিভিন্ন বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অবস্থায় প্রাথমিক স্কুলগুলোর পাঠ্যসূচি থেকে তৃতীয় লিঙ্গবিষয়ক পড়াশোনা ও সরঞ্জাম বাদ দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন স্থানীয় মুসলিম অভিভাবকেরা। 

বাংলাদেশ সময় বুধবার ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মন্টেগোমারি কাউন্টির রকভিলে এলাকায় স্কুল বোর্ডের সঙ্গে একটি মিটিংকে কেন্দ্র করে সহস্রাধিক মুসলিম অভিভাবক আন্দোলন করেন। এ সময় মন্টেগোমারি কাউন্টি বোর্ড অব এডুকেশনের গেটে পুলিশি বাধা ও লাঠিচার্জের শিকার হলে আন্দোলনকারীরা স্লোগান দেন—‘তোমাদের জন্য লজ্জা।’ 

পারিবারিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা একটি সংগঠনের উদ্যোগে ওই আন্দোলন অনুষ্ঠিত হয়। তৃতীয় লিঙ্গবিষয়ক শিক্ষাকে প্রবৃত্তির শিক্ষা হিসেবে আখ্যায়িত করেন আন্দোলনকারীরা। সমস্বরে তাঁরা আওয়াজ তোলেন, ‘এ বিষয়ে আমাদের সন্তানদের নত হতে দেব না।’ 

আরও স্লোগান দেন—‘আমাদের সন্তান, আমাদের অধিকার।’ 

এদিকে একই সময়ে একই এলাকায় আরও একটি বড় সমাবেশ হয়। এই সমাবেশে অংশগ্রহণকারীরা তৃতীয় লিঙ্গবিষয়ক শিক্ষাকে সমর্থন করে স্লোগান দেন।

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন