আমেরিকার মন্টেগোমেরি কাউন্টির শিক্ষা কার্যক্রমে তৃতীয় লিঙ্গের বিভিন্ন বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অবস্থায় প্রাথমিক স্কুলগুলোর পাঠ্যসূচি থেকে তৃতীয় লিঙ্গবিষয়ক পড়াশোনা ও সরঞ্জাম বাদ দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন স্থানীয় মুসলিম অভিভাবকেরা।
বাংলাদেশ সময় বুধবার ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মন্টেগোমারি কাউন্টির রকভিলে এলাকায় স্কুল বোর্ডের সঙ্গে একটি মিটিংকে কেন্দ্র করে সহস্রাধিক মুসলিম অভিভাবক আন্দোলন করেন। এ সময় মন্টেগোমারি কাউন্টি বোর্ড অব এডুকেশনের গেটে পুলিশি বাধা ও লাঠিচার্জের শিকার হলে আন্দোলনকারীরা স্লোগান দেন—‘তোমাদের জন্য লজ্জা।’
পারিবারিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা একটি সংগঠনের উদ্যোগে ওই আন্দোলন অনুষ্ঠিত হয়। তৃতীয় লিঙ্গবিষয়ক শিক্ষাকে প্রবৃত্তির শিক্ষা হিসেবে আখ্যায়িত করেন আন্দোলনকারীরা। সমস্বরে তাঁরা আওয়াজ তোলেন, ‘এ বিষয়ে আমাদের সন্তানদের নত হতে দেব না।’
আরও স্লোগান দেন—‘আমাদের সন্তান, আমাদের অধিকার।’
এদিকে একই সময়ে একই এলাকায় আরও একটি বড় সমাবেশ হয়। এই সমাবেশে অংশগ্রহণকারীরা তৃতীয় লিঙ্গবিষয়ক শিক্ষাকে সমর্থন করে স্লোগান দেন।