হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের সৌদি সফর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সৌদি আরবও সফর করবেন। সৌদি সফরে তিনি দেশটির ডি–ফ্যাক্টো শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাইডেন প্রশাসনের তরফ থেকে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিকবার বাইডেনের এই সম্ভাব্য সফরের ব্যাপারে বলা হয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সফর আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। 

এই সফরে সৌদি আরবের পাশাপাশি বাইডেন ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও সফর করবেন। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারি জাঁ পিয়ের বলেছেন, এই সফরে বাইডেন জেদ্দায় মিসর, ইরাক এবং জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। 

বাইডেনের এই সৌদি আরব সফর এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাইডেনের চরিত্রের এক উল্টোদিককে সামনে এনেছে। কারণ, মার্কিন প্রশাসন এবং গোয়েন্দারা সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে মুহাম্মদ বিন সালমানের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল। জামাল খাসোগি হত্যার পর সৌদি আরব বিশ্ব থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল। 

ধারণা করা হচ্ছে, সৌদি সফরে বাইডেন সৌদি আরবের তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন। 

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা