হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে বাইডেনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাঁরা মিলিত হবেন। এ সময় তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাপ এবং ইসরায়েলের জন্য দ্বিপক্ষীয় সমর্থন জোরদারের আহ্বান জানাবেন। 

গত জুনে নাফতালি ব্যানেট ইসরায়লের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্যানেট তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন ব্যানেট। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘বাইডেন ইসরায়েলের সত্যিকারের পুরোনো বন্ধু। যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন এবং ইসরায়েলেও নতুন সরকার। বৈঠকে আমি ইরানের ওপর আলোকপাত করব।’ 

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় ব্যানেট বলেন, প্রাথমিকভাবে আঞ্চলিক পর্যায়ে ইরানের প্রভাব এবং তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা হ্রাসে তিনি আমেরিকার কাছ থেকে সহযোগিতা ও শুভ কামনা আশা করেন। 

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের বিপরীতে বাইডেন যে উদ্যোগ নিয়েছেন তার তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। 

বাইডেনের সঙ্গে বৈঠকের সময় ব্যানেট এ বিষয়ে একটি সুশৃঙ্খল পরিকল্পনা উপস্থাপন করবেন বলেও জানান। ব্লিংকেন ব্যানেটকে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারে অটল এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উভয়ের উদ্বেগ অভিন্ন। 

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া