হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেল রিপাবলিকানরা 

‍যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। তবে খুব সামান্য ব্যবধানে জয় পেয়েছে দলটি।

বিবিসি জানায়, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসনের প্রয়োজন হয়। মধ্যবর্তী নির্বাচনের সবশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা প্রয়োজনীয় ২১৮টি আসনই পেয়েছেন। আর ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২০৯টি আসনে।

রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ায় মেয়াদের বাকি সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে। ফলে কংগ্রেসে অনেক আইন পাসে বাধার সম্মুখীন হতে পারে বাইডেন প্রশাসন।

বাইডেনের এজেন্ডাগুলো বাধাগ্রস্ত করার পাশাপাশি তদন্ত কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে রিপাবলিকানরা। ফলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার তদন্ত মাঝপথেই আটকে দিতে পারবে তাঁরা। এ ছাড়া আগের কিছু ইস্যুতে নতুন তদন্ত শুরু করতে পারে রিপাবলিকানরা। রিপাবলিকান আধিপত্য ইউক্রেনের জন্য সহায়তা দেওয়ার মতো বাইডেনের বৈদেশিক নীতিকেও বাধাগ্রস্ত করতে পারে।

তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে ডেমোক্র্যাট পার্টি। সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হাতেই থাকায় খুব একটা সুবিধা করতে পারবে না রিপাবলিকানরা।

এদিকে প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকানদের সঙ্গে নিয়েই আমেরিকার জন্য কাজ করে যাবেন বলে প্রত্যাশার কথা জানান তিনি।

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি