হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে শপিং মলে প্রকাশ্যে গুলি করে ৭ জনকে হত্যা, বন্দুকধারীও নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বন্দুকধারীও নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৯ জন আহত হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

টেক্সাস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভে জানিয়েছেন, ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন। তিনি গুলির শব্দ শুনেছেন। ব্রায়ান হার্ভে বলেন, সেখানে বন্দুকধারীসহ আট জন নিহত হয়েছে।

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী কয়েকটি শিশুও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জোনাথন বয়েড বলেন, আহত অবস্থায় ৯ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করে সিএনএনকে জানিয়েছেন, ডালাস থেকে ৪০ কিলোমিটার উত্তরের অ্যালেন শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শপিং মলটির নাম অ্যালেন প্রিমিয়াম আউটলেট। কর্তৃপক্ষ ধারণা করেছিল, সেখানে একাধিক বন্ধুকধারী থাকতে পারে। তবে পুলিশ সেখানে চিরুনি অভিযান চালিয়ে দ্বিতীয় কোনো বন্দুকধারীকে খুঁজে পায়নি। 

বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। ২০২১ সালে দেশটিতে বন্দুক সহিংসতায় ৪৯ হাজার মানুষ মারা গেছে। এর আগের বছর সংখ্যাটি ছিল ৪৫ হাজার।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, চলতি বছরে গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে ১৯৫টি বন্দুক হামলা হয়েছে। প্রতিটি ঘটনায় কমপক্ষে চারজন বা তারও বেশি মানুষ নিহত হয়েছে।

বিমানে শালীন পোশাকের পরামর্শ মার্কিন মন্ত্রীর—প্রতিবাদে ‘অশালীন’ যাত্রীরা

মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যোগ হতে পারে ৩০টির বেশি দেশ

মার্কিন হামলায় বেঁচে যাওয়া দুজনকে দ্বিতীয় আঘাতে হত্যা—ভিডিও ফাঁসে হইচই

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র